১৭৬৬ সালে হিন্দু সম্প্রদায়ের নেতা বিকন লাল পান্ডে( বেণু ঠাকুর বা লক্ষীনায়ায়ণ ঠাকুর) ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এ অঞ্চলের মালিকানা গ্রহণ করে। তিনি প্রভু নারায়ণের সেবার ব্যয়ভার বহনের জন্য একটি উইলের মাধ্যমে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। তাই পরবর্তীকালে এ স্থানের নাম হয় নারায়ণগঞ্জ।
বিখ্যাত খাবার
বিখ্যাত স্থান
- বারদী লোকনাথ আশ্রম
- সোনারগাঁও যাদুঘর
- তাজমহল, সোনারগাঁও
- পানাম নগর
- জিন্দা পার্ক
- চৌদ্দার চর, আড়াইহাজার
- সাতগ্রাম জমিদার বাড়ী
- বাংলাদেশ লোক ও কারু শিল্প যাদুঘর
- কদম রসুল দরগাহ
- আদমজী জুট মিল
- সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি
- হাজী বাবা সালেহ মাজার
- সোনাকান্দা দুর্গ
- মেরি এন্ডারসন-নারায়ণগঞ্জ
- ফতুল্লা জাতীয় ক্রিকেট ষ্টেডিয়াম
- হাজীগঞ্জে ঈশা খাঁর কেল্লা
- পাঁচ পীরের দরগাহ
- লাঙ্গলবন্দ
- গোয়ালদী মসজিদ
- বিবি মরিয়মের মাজার
- রাসেল পার্ক
- জিন্দাপার্ক
সুত্রঃ-
Submit a Comment